অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় নতুন করে অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন। গতকাল রোববার (২৯ জুন) রাতের দিকে আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
মেডিকেল সূত্রে জানা গেছে, শুধু গাজার উত্তরাঞ্চল ও শহর এলাকায় ভোর থেকে শুরু হওয়া হামলায় প্রাণ গেছে ৪৭ জনের। আহতদের অনেকেই শিশু ও বয়স্ক। আল-আহলি হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ—চিকিৎসা সরঞ্জাম ও বেডের অভাবে রোগীদের মেঝেতে রাখা হচ্ছে।
গাজার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানিয়েছেন, ইসরায়েল পূর্ব গাজায় লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরার নির্দেশ দিলেও পরে সেই অঞ্চলেই চালানো হচ্ছে ব্যাপক বোমা হামলা। এতে হতাহতের সংখ্যা বাড়ছে এবং মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।