সৌদি আরবে যেকোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হতে পারে। এদের মধ্যে ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক রয়েছেন, যারা মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন।
দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচারের অভিযোগে সৌদিতে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ৩০০-এরও বেশি, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।