পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এই হামলায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। রোববার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ নিউজ ইন্টারন্যাশনাল।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছেন, এই হামলার পেছনে ভারতের “রাষ্ট্রীয় পরিকল্পনা” এবং ভারত-সমর্থিত জঙ্গিগোষ্ঠী “ফিতনা আল-খারিজ” জড়িত। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও, হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত হন। এবং তিনজন বেসামরিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন।