ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো আটার বস্তার ভেতরে মাদক বড়ি পাওয়া গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, মার্কিন তত্ত্বাবধানে চলমান সাহায্য বিতরণ কেন্দ্র থেকে ফিলিস্তিনিদের হাতে পাওয়া আটার বস্তার ভেতর প্রেসক্রিপশনযুক্ত ব্যথানাশক ওষুধ অক্সিকোডোন পাওয়া গেছে। ‘এই বড়িগুলো ইচ্ছাকৃতভাবে আটার সাথে গুঁড়ো করে বা মিশিয়ে দেওয়া হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকিস্বরূপ’।
ফিলিস্তিনিরা ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে বলেছে, তারা ফিলিস্তিনিদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে দিয়ে সমাজের ভিতর থেকে তাদের ধ্বংস করার ষড়যন্ত্র। এবং ‘ইসরায়েল মাদককে একটি ‘নরম অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, যা বেসামরিক জনগণের বিরুদ্ধে একটি নোংরা যুদ্ধের কৌশল’।