চট্টগ্রামের লোহাগাড়ায় অস্থায়ী চেকপোস্টে পুলিশ সদস্যের ধাক্কায় ঘটনার শিকার মোটরসাইকেল আরোহীরা অক্ষত থাকলেও গুরুতর আহত হয়ে পা হারিয়েছেন কনস্টেবল মো. আলাউদ্দিন। অভিযুক্ত পুলিশ সদস্য মো. মনসুর লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মাদকের তথ্য পেয়ে গত রবিবার ২২জুন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় আহত হন কনস্টেবল আলাউদ্দিন। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল থামাতে গিয়ে মনসুর ধাক্কা দেন পেছনে বসা যাত্রীকে, এরপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সহকর্মী আলাউদ্দিন ট্রাকের নিচে চলে যান।
চট্টগ্রাম জেলা পুলিশ , ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে। কনস্টেবল মনসুরকে এখনও দায়িত্ব থেকে প্রত্যাহার না করা হলেও তার আচরণ ‘অপেশাদার’ ছিল কি না—তা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। আহত আলাউদ্দিন বর্তমানে হাসপাতালে রয়েছেন।