এক সময়কার মধ্যপ্রাচ্যের ঝলমলে শহর দুবাইকে এখন মনে হয় ভবিষ্যতের শহর। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যায়, দুবাই একসময় ভারতের সাথে গভীরভাবে যুক্ত ছিল—এমনকি প্রায় ভারতের ‘অংশ’ বলেও ধরা হতো।
১৮৫৩ সালে ব্রিটিশদের সাথে চুক্তির মাধ্যমে তৎকালীন ট্রুসিয়াল স্টেটস (বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের অংশ) ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করে। এরপর এসব অঞ্চলের কূটনৈতিক ও প্রশাসনিক তত্ত্বাবধান করা হতো ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সি থেকে।
১৯৪৭ সালে ভারত ভাগ ও ব্রিটিশ শাসনের অবসান পর্যন্ত দুবাইসহ উপসাগরীয় এসব অঞ্চলের দায়িত্বে ছিলেন ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত ব্রিটিশ কর্মকর্তা। ডাক, টেলিগ্রাম থেকে শুরু করে রুপি-নির্ভর অর্থনীতিও ভারত-নির্ভর ছিল।
১৯৫৯ সাল পর্যন্ত দুবাইয়ে ভারতীয় রুপি বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। সেই ঐতিহাসিক সম্পর্ক আজও দৃঢ়—সংখ্যায় ও প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের অবস্থান এখনো সবচেয়ে বড়।