ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১০৪ জন। গতকাল রবিবার ২২ জুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৫৫ হাজার ৯৫৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৪২ জন। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে, রাস্তায় পড়ে আছে অনেকে। উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলমান রয়েছে।