যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নয় বরং এর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার ২২ জুন এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে এই কর্মসূচি অনেক দূর পিছিয়ে গেছে।
তিনি বলেন, আমরা শাসন পরিবর্তন চাই না। আমরা এটিকে দীর্ঘায়িত করতে চাই না… আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চাই এবং তারপর ইরানিদের সঙ্গে এখানে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে কথা বলতে চাই।
তিনি আরও বলেন, ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প এবং হামলার পর থেকে তেহরান থেকে ওয়াশিংটন কিছু পরোক্ষ বার্তা পেয়েছে। ইরানের মাটিতে সৈন্য পাঠানোর কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই।