বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সরকার। গতকাল শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।
রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মতিন সরকারের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ৫ আগস্ট এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে এবং ডিম ছুঁড়ে মারে। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।