পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী মোসাঃ জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জুন) ৫ নম্বর ওয়ার্ড গোলখালী গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জন্নাতুলের গ্রামের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামে। সে আলী আকবারের মেয়ে। মেয়ের বাবা আলী আকবার বলেন, আমার মেয়ে ঈদের পরে গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় পড়তে আসে। আজ সকালে ফোন করে বলে আপনার মেয়ে অনেক অসুস্থ। এসে দেখি আমার মেয়ে মারা গেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে এলাকায় পরিদর্শনের জন্য চলে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে সবকিছু বলা যাবে।