যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (২২ জুন) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও,পরমাণু কর্মসূচির অগ্রগতির পথ কোনোভাবেই থামানো হবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল।
পরমাণু সংস্থাটি আরও জানায়, ইরানের জনগণকে তারা আশ্বস্ত করতে চায় যে, বাইরের হামলা বা চক্রান্ত দেশটির পারমাণবিক উন্নয়ন থামাতে পারবে না।