ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে ৭৮ জন নিহত এবং অন্তত ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এসব তথ্য জানান। গত বৃহস্পতিবার ১২জুন দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে একযোগে হামলা চালায়।
এই হামলার লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি নয়, বরং আবাসিক এলাকাও। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। শীর্ষ সামরিক নেতাদের মৃত্যু ইরানের সামরিক কাঠামোয় বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এ ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ দেন। জবাবে , গতকাল ১৩ জুন শুক্রবারই ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। বর্তমানে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।