রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

জন-স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ”জনাব মাহমুদুল হাসান (ইউএনও)।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৪ Time View

গলাচিপা-নবাগত ইউ এন ও এর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন, গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন হলরুমে বেলা ১১ টায় নবাগত ইউএনও এর সাথে স্থানীয় প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন বলেন,গলাচিপা সার্বিক উন্নয়নের এবং আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য,  ক্রিড়া ও সাংস্কৃতিক, কৃষি, গ্রামীন অবকাঠামো, রাস্তাঘাট উন্নয়ন ও এলাকার সম্ভাবনা এবং সমস্যা বিষয়ে ও অনিয়ম-দুর্নীতি জনসাধারণের – হয়রানি রোধকল্পে নবাগত ইউ এন ও এর কাছে সমস্যা গুলো তুলে ধরেন।

এছাড়া তিনি বলেন  বস্তুনিষ্ঠ সংবাদ  প্রকাশে গলাচিপার সকল -পর্যায়ের গণমাধ্যম কর্মীরা ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকদের পেশাগত কাজে বিভিন্ন তথ্য সরবরাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যান্য গণমাধ্যমের কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জসীমউদ্দীন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি -হাফিজ উল্লাহ, সিনিয়ার সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, শিশির হাওলাদার সহ প্রমুখ।

মতবিনিময় শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও সমস্যা উত্তরণে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীদের কে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভা সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com