ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত ছিল গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।
পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করেছেন ভারতের তারকারা। যার ফলে,মে মাসের সাত-আট তারিখ থেকে ফলোয়ার্স কমতে শুরু করেছে ভারতীয় তারকাদের। কারন পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ ভারতীয় তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন। সারা আলি খানের ৪০ হাজারের মতো ফলোয়ার এবং জাহ্নবী কাপুরের ২৫ হাজার ফলোয়ার কমেছে বলেও জানা গেছে।