বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ২০০০ সালের মাঝামাঝি সময়ের নায়িকা। যিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকও তিনি। প্রীতি সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু ৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন।
২০১১ সালে প্রীতি বয়স মাত্র ২৬ বছর তখন ভারতের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি, নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি প্রীতির নামে লিখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কারণ তার মেয়ে শানদার আমরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেছিলেন এই অভিনেত্রী।
মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। তবে অভিনয়কে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় প্রীতি জিনতাকে।