ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দেশটির রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করা হয়েছে। রবিবার (৪ই মে, ২০২৫) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় সীমান্তরক্ষীরা ওই পাকিস্তানি রেঞ্জারের পরিচয় প্রকাশ করেনি।
এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটক করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়া দায়িত্বরত বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান।