হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফরসহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (১ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করে তথ্যটি।
শুধু ব্যক্তি অ্যাকাউন্টই নয়, উসকানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগ এনে ভারতীয় কর্তৃপক্ষ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। এর মধ্যে আছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
এর আগে, গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়া হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।