বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান।২০২৫ সালের মেট গালাড় আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।
‘মেট গালা’ বরাবরই ফ্যাশনপ্রিয় মানুষের আগ্রহের একটি জায়গা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি মেনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসবে ৫মে।
এর আগেও মেট গালায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা গত কয়েক বছরে তারা ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন। তবে শাহরুখই হতে যাচ্ছেন বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন।