সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও টিভি।
এতে বলা হয়েছে, ২৯ থেকে ৩০ এপ্রিল লাইন অব কন্ট্রোলের (এলওসি) কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছোড়ে। এরপর পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়। ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং LOCতে ( এলওসিতে)কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।