সম্প্রতি কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়েছে যার ফলে, স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরও জোরালো হচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ এ তথ্য জানান।
ইমরান খান বলেন, দেশের মানুষের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব ও যুদ্ধপ্ররোচনার বিরুদ্ধে তারা একতাবদ্ধ।
কাশ্মীরিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, তিনি সবসময় জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে গুরুত্ব দেবেন। আরএসএস আদর্শে পরিচালিত ভারত শুধু এ অঞ্চলের জন্য নয়, এর বাইরেও হুমকির সরূপ। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়েছে, যা কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জোরালো করেছে।