নরেন্দ্র মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দি রয়েছেন। সেখানেই আইনজীবীদের সঙ্গে তিনি একথা বলেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী মনোভাব পাকিস্তানের জনগণকে এক কণ্ঠে ভারতবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ করেছে। তিনি মোদির যুদ্ধপ্রবণ অবস্থানের তীব্র ভাষায় নিন্দাও জানান।