ভারতশাসিত জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। এ ঘটনার পর ভারত সরকার কূটনৈতিক দিক দিয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের স্বরুপ ভারতকে দিতে হচ্ছে এখন মাশুল। কেননা পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। যার ফলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা। (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্যটি নিশ্চিত করে।
এর আগে, দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান আগে সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ১২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করত এবং এতে সময় লাগত প্রায় ১৪ ঘণ্টা ৪৭ মিনিট। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং সময় লাগছে ১৯ ঘণ্টারও বেশি।