সম্প্রতি রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর মৃত্যুর পর ক্যাথলিক বিশ্বাসীদের নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, এই প্রশ্নই এখন সবার মনে। রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প মজ করে বলেছেন, তিনি নিজেকেই পরবর্তী পোপ হিসেবে দেখতে চান।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে, মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাম্পকে ‘পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান? এমন প্রশ্ন করা হলে তার জবাবে এমন মজার উত্তর দেন।
এদিকে আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও মজাচ্ছলে ট্রাম্পের পোপ হওয়ার এই ইচ্ছাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে, ট্রাম্প পোপ হতে চান। আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব।’
তবে শিগগিরই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্রক্রিয়া ‘কনক্লেভ’।