ইসরায়েলের ভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন।
প্রতিবেদনে পদত্যাগের কথা উল্লেখ করে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান।
অন্যদিকে, নেতানিয়াহু বলেন, তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন। তবে বার দাবি করেন, তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে।