ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে বলে মন্তব্য করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক গণসংযোগ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দিয়েছি। তিনি অনেক জ্ঞানী ও নোবেলবিজয়ী মানুষ, তবে তিনি রাজনীতিবিদ নন। গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার৷ সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত।
তিনি আরও বলেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না। কেনোনা, আওয়ামী লীগ পুরো দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল।