‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা বেশ দাপটের সঙ্গে কাজ করে চলছেন বলিউডেও। আর বলিপাড়া জুড়ে অভিনেতা অর্জুনের সাথে সম্পর্কের বেশ গুঞ্জনও রয়েছে। তবে এবার তৃতীয়বারের মতো সন্তান দত্তক নিলেন অবিবাহিত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে এমনটা নিজেই জানিয়েছেন শ্রীলীলা।
শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরো একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত। ’তার এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান তিনি।
পরে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, দেখামাত্র দুই শিশুর প্রতি মায়া জন্মায়। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরো উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন তিনি।