ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে হামলার পর ফাওয়াদ খান এবং হানিয়া আমিরসহ বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটিকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ইতিমধ্যে অনেক পাকিস্তানি সেলিব্রিটিকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তবে বিতর্কের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধু বাদশার সমর্থনে পিছিয়ে নেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
বলিউডের আলোচিত ও সংগীতশিল্পী র্যাপার বাদশা ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মধ্যে ঘনিষ্ঠতা অনেক দিনের। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে উল্লাস করতেও দেখা যায় দুজনকে। এবার, ইনস্টাগ্রামে বাদশার আসন্ন গানের প্রশংসা করলেন হানিয়া। ইনস্টাগ্রামের স্টোরিজে গানের টিজার শেয়ারও করেছেন হানিয়া।
এদিকে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে বেশ কিছুদিন ধরেই। যদিও এক সাক্ষাৎকারে বাদশা প্রেমের গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, হানিয়া তার খুব ভালো বন্ধু।