বলিউডের আলোচিত প্রেমের টপিকের মধ্যে শীর্ষে রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের প্রেম কাহিনি। এবার সে প্রেম কাহিনিই পর্দায় উঠতে চলেছে। প্রথম সারির একটি ওটিটি প্লাটফর্ম তাদের প্রেম কাহিনিকে পর্দায় তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, আগ্রহ প্রকাশ করা ওটিটি প্লাটফর্মটি একটি তথ্যচিত্র তৈরি করতে চাচ্ছে। যেখানে তুলে ধরা হবে সুকেশ ও জ্যাকুলিনের সম্পর্ক, আদালতের নাটকীয়তা, মনস্তাত্ত্বিক সত্যান্বেষণ এবং সামাজিক সমীক্ষণও।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেফতার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এছাড়াও একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা। ২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন।