কয়েক দিনের মধ্যে গাজায় খাবার পুরোপুরিভাবে ফুরিয়ে যাবে বলে জাতিসংঘের ডব্লিউএফপি সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটির বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি ও আল জাজিরা জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ, ওষুধ, জ্বালানিসহ কোনো পণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। এ কারণে গাজায় তাদের খাদ্যমজুদ শেষ হয়ে গেছে।
ডব্লিউএফপির ফিলিস্তিন প্রতিনিধি বলেছেন, গাজার চার লাখের বেশি মানুষ খাবারের জন্য ডব্লিউএফপির ওপর নির্ভরশীল। যদি সংস্থার খাবারের মজুদ ফুরিয়ে যায়, তাহলে এত বিপুলসংখ্যক মানুষের যাওয়ার মতো বিকল্প জায়গা নেই