ধ/র্ষ/ণের শিকার জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের কলেজ পড়ুয়া কন্যা লামিয়ার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৬শে এপ্রিল, ২০২৫) রাজধানীর শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাসা থেকে উদ্ধার করা হয়।
পরে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার।
স্থানীয় ও প্রতিবেশীর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববার (২৮শে এপ্রিল, ২০২৫) বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। রাত আটটায় নিহতের মা রুমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগে রাত নয়টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেন লামিয়া।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ দলবদ্ধ ধ/র্ষ/ণের শিকার হয়েছিল। মামলার এজাহারে উপজেলার একটি ইউনিয়নের দুজনের নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার দিন রাতে এবং পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।