গতকাল (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি ‘মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এমপিপিজি প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই ভর্তি হতে পারবেন।