মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

কাশ্মির হামলায় অভিযুক্ত দুই বিদ্রোহীর বাড়ি ধ্বংস করল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮২ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায়। এ ঘটনায় ভারত অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করে দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এক বিস্ফোরণে লস্কর-ই-তৈয়বা (এলইটি)–এর দুই সন্ত্রাসী আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারা পেহেলগাম হামলায় জড়িত। আদিল হুসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি । আসিফ শেখও হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (the rejistens front ) । অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান সরকার। প্রতিবেশী দু দেশই এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com