এবার একই সঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওশেন কাউন্টির ১৩ হাজার একরের বেশি এলাকা ভয়াবহ দাবানলের দখলে। অন্যদিকে, ইসরাইলের জেরুজালেম-সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতেও দাবানলের কারণে গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ইসরাইলে ৭জন দমকলকর্মী এবং ২জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। তথ্যটি টাইমস অব ইসরাইলকে নিশ্চিত করেছেন একজন ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির মুখপাত্র।