পটুয়াখালীর গলাচিপায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২১ শে এপ্রিল) উপজেলার পানপট্টি ইউনিয়নে বিকেল ৫ টার হিলফুল ফুজুল সেবা সোসাইটি, পানপট্টির প্রচার ও সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।
‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে’- এই স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। সভায় বক্তারা ইসরায়েলী পণ্য বয়কট করার দাবী জানান এবং প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন। এজন্য ফিলিস্তিনি ভিসা শিথিল করার দাবীও জানান।
এসময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল সেবা সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা এম এ জলিল, উপজেলার তহসিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।