সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। শনিবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন সূত্রে জানা যায়, বিক্ষোভের মূল আয়োজক ‘৫০৫০১’ অর্থাৎ ‘৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন’এ রাস্তা নেমে পড়ে জনতা।
আরেকটি সূত্রে জানা যায়, আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। গত এপ্রিলেও ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন।
এবার হোয়াইট হাউসের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।