গত ২১ মার্চ মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ছবি ‘স্নো হোয়াইট’। সারা বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেলেও লেবাননে এটি মুক্তি পাচ্ছে না। মুক্তির না পাওয়ার বিষয়ে জানা গেছে, অভিনেত্রী গ্যাল গ্যাডোট একজন ইসরায়েলি বাসিন্দা ।
লেবাননের সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাল গ্যাডোটের উপস্থিতির কারণেই দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা ছবিটি নিষিদ্ধের সুপারিশ করে। পরে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি মুক্তির নিষিদ্ধ জারি করেন ।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।