এইবার ঈদে বক্স অফিসে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার । সেই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছে না। বক্স অফিসের হিসেব-নিকেশ বলছে এই ছবিটি নানা কটাক্ষের মাঝেই ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
সম্প্রতি ইমরান হাশমি নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই ‘সিকান্দার’ সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, ‘আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন।’
সালমানের পক্ষ নিয়ে ইমরান আরও বলেন, ‘সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশ শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সালমান তার ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালোচনার জবাব দেবেন।’