ঈদের তৃতীয় সপ্তাহেও উৎসবের আমেজ ধরে রেখেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। শুরুতে কম সংখ্যক শো দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সাথে বাড়ছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার চাহিদা। আজ শনিবার (১৯এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট ২৮টি শো দেখানো হবে সিনেমাটি। যেখানে শুরুতে শো ছিল মাত্র ১১টি।
শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও ‘জংলি’ পেয়েছে সর্বোচ্চ হল। বরবাদ-এর পর শুক্রবার থেকে সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এছাড়া, ‘জংলি’ সিনেমার প্রথম ১৬ দিনের আয়ের হিসাব প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত আয় হয়েছে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে বিপুল দর্শকপ্রিয়তার পর, ২৫ এপ্রিল থেকে ‘জংলি’ মুক্তি পাচ্ছে বিদেশেও।