মাগুরায় যৌ/ন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের এই গানটি লিখেছেন এবং সুর করেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।
গানটিতে বাপ্পার সাথে কণ্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া ।গানটি শিগগিরই মাহবুবুল খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ এবং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে।
গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, “মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এমন ভয়াবহ ঘটনা কিছুদিন পর ভুলে যাই আমরা। অপরাধীরা পার পেয়ে যায়। খালিদ ভাই এমনভাবে গানটি লিখেছেন, যা আমাদের বিবেক বারবার নাড়া দেবে। এই গানে কণ্ঠ দিতে পেরে ভালো লেগেছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”