স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এই অভিনেতা ৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও তিনি ছিলেন ।
সম্প্রতি সোহেল রানা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা হিসেবে তিনি ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দারিয়েছিলেন। সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। তিনি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের জন্য সিদ্ধান্ত নিয়েছেন।
সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এটি চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে।