বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি নিজের সৌন্দর্য নিয়ে কথা বলে তিনি আবারও কটাক্ষের শিকার হয়েছেন।
অভিনেত্রী নিজেকে সব দিক থেকে সুন্দর দাবী করে বলেন, উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর। শুধু এটুকুতেই থেমে থাকেননি, তিনি নিজের বাবারও সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। উর্বশীর এমন মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এছাড়াও তার ৯০ বছর বয়সী দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করে বলেন, বৈজয়ন্তীমালার থেকে আমার দিদিমাও কম সুন্দর না। তবে এখনও তাঁর মুখের ত্বক টানটান। এমন সব মন্তব্যের জন আবারও উর্বশিকে সমালোচনার মুখে পড়তে হয়।