পটুয়াখালীর কলাপাড়ায় ফসল রক্ষায় অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সামনে এ ধর্মঘট করেন কৃষকরা। তাদের দাবি লবন পানি থেকে ফসল রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষনাবেক্ষন করতে হবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ৮ বছর ধরে জরাজীর্ণ স্লুইসগেট থেকে লবন পানি প্রবেশ করে ব্যাপক ফসলের ক্ষতি করছে। বারবার তা রক্ষণাবেক্ষনের দাবী জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। পরে কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়। যদি এবারও বাস্তবায়ন না হয় তবে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন ও ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক শহীদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।