ফিলিস্তিনি ও তাদের যারা সাহায্য করছে বা করার চেষ্টা করেছে তাদের জন্য গণকবরে পরিণত হয়েছে ‘গাজা’। বুধবার (১৬ এপ্রিল) এমনটাই মন্তব্য করেছে চিকিৎসা দাতব্য সংস্থা এমএসএফ।
সংস্থাটি জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যার মধ্যে গাজার সুপরিচিত লেখিকা এবং আলোকচিত্রী ফাতেমা হাসৌনাও ছিলেন। ফাতেমা ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের দুর্দশা এবং তাদের সংগ্রামের চিত্র তুলে ধরেন
দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের বাসিন্দারা জানান, ইসরাইলি সেনাবাহিনী গত কয়েকদিনে ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করেছে। এর মধ্য দিয়ে গাজায় নিরাপত্তা অঞ্চল বাড়ানো হচ্ছে বলে জানায় ইসরাইল। অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়ার জন্য হামাসের উপর আরও চাপ বাড়াতে এ পদক্ষেপ বলেও জানান ইসরাইলের নেতারা।