অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার নওরীন আফরোজ পিয়া। নওরীন টিকটকের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। গতকাল ১৫ই এপ্রিল মঙ্গলবার পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের মূহুর্তটা তার ভেরিফাইড পেজে তিনি নিজেই শেয়ার করেন এবং তা মুহুরতের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ক্যাপশনে নওরীন লিখেছেন আলহামদুলিল্লাহ। everyone pray for me। সেখানে নওরীন আফরোজকে বিয়ের পোশাখে দেখা যায়। যেখানে সাদা শাড়ী আর লাল ওড়নায় তিনি বধু সেজেছেন। নওরীন আফরোজের ভক্তরা তাকে শুভ কামনাও জানিয়েছেন। নতুন জীবনের জন্য অনেকে দুয়া করেছেন অনেকে। নওরীনকে দেখে বেশ প্রশংসাও করছেন।
দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্কের পর কনটেন্ট ক্রিয়েটর সামিরকে বিয়ে করেন নওরিন। জানা গেছে সামির জনপ্রিয় ইউটিউব চ্যানেল আজাইরা এন্ডিটির মেম্বার ছিলেন। প্রত্তয় হিরনের সাথে ভিডিও বানাতেন, তবে তা কেবলই শখের বসে। বর্তমানে তিনি নেদারল্যান্ডে কর্মরত আছেন। দুই পরিবারের সম্মতিতেই তাদের ৪ হাত এক হয়েছে। স্ত্রী হিসেবে নওরীন কে পেয়ে তার স্বামী ভাগ্যবান মনে করছেন।