মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতি (ট্যারিফ) চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করেছে একটি আইনি সহায়তা সংস্থা। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘লিবার্টি জাস্টিস সেন্টার’ সংস্থাটি অভিযোগ করেছে, তারা পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানিকারক সংস্থার পক্ষে এই মামলাটি করেছে। এসব সংস্থা এমন কিছু পণ্য আমদানি করে যেগুলোর উপর ট্রাম্প প্রশাসন ট্যারিফ আরোপ করেছিল।
অন্যদিকে, ট্যারিফবিরোধী আরেকটি অনুরূপ মামলা ফ্লোরিডার একটি ফেডারেল আদালতেও চলমান রয়েছে, যেখানে এক ছোট ব্যবসার মালিক চীনের উপর আরোপিত ট্যারিফ বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।