ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তেমনি নববর্ষ উদযাপন নিয়ে এবারও আলোচনায় উঠে আসলেন ছেলেকে লাল পাগড়ি পরিয়ে। ছেলে রাজ্যও পাঞ্জাবি আর পাগড়ি পরে বেজায় খুশি। মায়ের সঙ্গে গানের সাথে নাচতেও দেখা গেছে । মা-ছেলে একই রকম পোশাক পরেছেন। এসব আবার ফেসবুকে ভক্তদের মাঝে শেয়ারও করেন।
যেখানে পরীমণি কানে গুজেছেন লাল টুকটুকে গোলাপ। পাশে রয়েছেন শোবিজের অন্যান্য তারকারাও। তারাও পরীমণির সঙ্গে নববর্ষে মেতেছেন। এচছাড়াও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নববর্ষের নানা পদের খাবারের ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে।