দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব চরক পূজা ও পিঠ ফোড়ামেলা হয়েছে। গতকাল (১৩ এপ্রিল) উপজেলার চাঁদপাড়া মন্দির সংলগ্ন মাঠে এ পূজা ও মেলা হয়।
এসময় হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের দৃষ্টি ছিল ৩০ ফুট উচ্চতার কাঠের দন্ডের উপর। হিন্দু সম্প্রদায়রা যখন পিঠে দুটি বড় বড় বড়শির কল বিদ্ধ করে কাঠের দন্ডের সাহায্যে চারদিকে ঘুরছিলেন তখন উলুধ্বনি ও ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠছিল চারদিক। তার সঙ্গে থাকা ফুল ,কলা, বাতাসা ইত্যাদি ছিটিয়ে দেন ভক্তদের মাঝে। সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা উৎসব। এদিনে অনেকে আবার মনের আশা পূরনের জন্য মানতও করে থাকে।