ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ এলেও সেভাবে দেখা যায়নি মাহিকে। এরমধ্যে হঠাৎ এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে গেছেন এ অভিনেত্রী ।
গত শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি। নৃত্যটি অল্প সময়ের ভিতরেই অন্তর্জালে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়তে হয় মাহিকে। বিশেষ করে নৃত্যে পোশাকের বিষয়টি নিয়ে বেশি ব্যক্ত করেছেন নেটিজেনরা। ইতিমধ্যে তার অনেক ফ্যান-ফলোয়ার নৃত্যকে কেন্দ্র করে রুচিহীন মন্তব্যও করেছেন।
আবার এদের মধ্যে রুশা জাহান বুসরা নামে একজন লিখেছেন, ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের, এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।