কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে হারিয়ে , ২০২৫ সালে বিশ্বের সেরা বিমানবন্দর খ্যাতি পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এ নিয়ে চাঙ্গি ১৩তমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে। যা ২০০০ সালে শুরু হওয়া পুরষ্কারের ইতিহাসে একটি রেকর্ড।
৯ এপ্রিল স্পেনের মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে চাঙ্গি বিমানবন্দর ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রীকে সেবা প্রদানকারী সেরা বিমানবন্দর, সেরা বিমানবন্দর ডাইনিং অভিজ্ঞতা এবং বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুমের খেতাবও পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর হামাদ । এরপরে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা), এরপর চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে।