মা হওয়ার পর আপাতত মাতৃত্বকালীন ছুটিতে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, শাহরুখ খান অভিনীত ছবি, ‘কিং’-এ অভিনয় করবেন দীপিকা। সেই ছবিতে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খানও। এটাই সুহানার বড় পর্দায় অভিষেক । বাবা শাহরুখের সঙ্গেই দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, ছবিতে তার মায়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থের পরিচালনায় আগেও কাজ করেছেন দীপিকা। ‘কিং’ পরিচালনার কথা ছিল বাঙালি পরিচালক সুজয় ঘোষের। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি। ছবিতে ক্যামিও রোল করবেন দীপিকা । সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই আশা করছেন সিনেমা বিশ্লেষকরা।